কবির মন প্রেমময় কখনো কাঙাল নয়,
মন খুলে লিখতে বসে তার থাকেনা ভয়।
           তার মনে যতো প্রেম
           যাকে লিখে সেই শ্যাম
অবলীলায় প্রেমের কথা লিখেই করে জয়।


নিজ মনের সব ভাব উঠে আসে কবিতায়,
যারই সাথে তার ভাব কলমে প্রকাশ পায়।
           নিজ মনে লিখে যায়
           আত্মতৃপ্তি বেশি পায়
ভালোবাসা ঢেলে দিয়েই কলম এগিয়ে যায়।


কবির প্রেম দেখে দেখে যেজন প্রেম গড়ে,
সেজন যাকে ভালোবাসে তার হাতেই ধরে।
           প্রেমের ভূত গাড়ে চাপে
           ভালোবাসা প্রেমেই মাপে
গভীর প্রেমে মগ্ন হয়ে তার ঘাড়েই চড়ে।


কেউবা প্রেমে মত্ত হয়ে বিষের জ্বালায় মরে,
নিজ প্রেমে আগুন লাগে তারই তাসের ঘরে।
           মন আগুনে পুড়ে থাকে
           তার প্রেমের বাঁকে বাঁকে
পরের সাথে ধাক্কা খেয়ে নিজে ধড়ফর করে।


প্রেমের সাথে যে কবির বিরহবোধটা বেশি,
মনের ক্ষোভ লিখে যেতে অধিক শক্ত পেশী।
           শক্ত মনে লিখে যায়
           তার মনে শান্তি পায়
তার প্রেম ওজন করে প্রমাণ করে ঋষি ।


ভালোবাসা মনেই রাখে এমনটাই তো হয়,
গায়ে পড়ে যেই আসুক আর করে না ভয়।
           ধৈর্য ধরে দিন শেষে
           কবি থাকে ভদ্র বেশে
এভাবেই তো প্রমাণ করে কারো কাঙাল নয়।