কবিতায় কবি বলে মরি হায়হায়!
মনে বড় আশা ছিলো যাবো মদিনায়।
মদিনার পথে পথে যত সুখ ঘুরে,
ততো সুখ তুলে নেবো নিজ অন্তঃপুরে।


কবি বলে ছবি দেখে রাঙা রবি উঠে,
মন প্রাণ আলো করে দ্রুতবেগে ছুটে।
আকাশটা ছুঁয়ে যাই দেখি ফুল পাখি,
যত রঙ চোখে পড়ে ততো গায়ে মাখি।


রবি উঠে কবি যায় সাত রঙ নিতে,
মনে প্রাণে লাল নীল ছবি এঁকে দিতে।
ঊষালগ্নে মাঠে ঘাটে কবি হেঁটে যায়,
সুর তাল যত চায় ততো খুঁজে পায়।


রবি শশী কবি মনে যত নাড়া দেয়,
ছন্দ এঁকে ভালোমন্দ সব তুলে নেয়।
রবি দেখে মন আনন্দ মৌ  মৌ  ছুটে,
রাঙা রবি অস্ত যায় পূর্ণ শশী উঠে।


প্রকৃতিকে দেখে দেখে কবি ভাব গড়ে,
ভাব করে ভালোবেসে প্রকৃতিকে ধরে।
তার গুণে সব ভাব উঠে আসে পাঠে,
কবি তার ভাব নিয়ে থাকে মাঠে ঘাটে।


ভূত হয়ে ভালোবাসা তার ঘাড়ে চাপে,
কবি তার নিজ প্রেমে ভালোবাসা মাপে।
ধৈর্য ধরে যত সুখ আসে দিন শেষে,
প্রকৃতিতে সেই কবি থাকে ভদ্রবেশে।