কবিগুরু নজরুল বাংলার ফুল,
সাহিত্য মহারথী মনে তোলে দোল।
আমাদের গুণাবলি এক আনা নাই,
খালি খোসা সাথী করে কবি হতে চাই।
যাঁদের চরণ আজ বরণের কলি,
ভেবে যাই দিনেরাতে শত কথা বলি।
হৃদয়ের কবি তারা স্মরণীয় আঁখি,
মননে শ্রবণ করি তবু থাকে বাকি।
চরণে চরণে তারা রেখে গেছে সাজ,
ভাঙতে পারিনা কেউ সেই কারুকাজ।
গীতিরাজ তারা ছিলো দৃঢ় প্রীতিরাজ,
তারাই তো এ জগতে মূল মহারাজ।
জ্বলে উঠা কলমের টান মনোলোভা,
আজ তারা শোকতারা প্রীতিময় শোভা।
বিদ্রোহী নজরুল ও ঝলমলে রবি,
সকরুণ ধ্বনি তোলা তারা সেই কবি।
আশ্চর্য কবিগুণ স্মৃতিময় মান,
যে কারণে সকলেই করি গুণগান।
চিরস্থায়ী বাণী পড়ে এ জীবন যায়,
প্রাণ হয় নিঃশেষ তবু ভুলা দায়।
সুখ স্মৃতি সাথে নিয়ে করে অভিনয়,
প্রতিরূপ দিতে পারে কোন মহাশয়?
আজীবন গুণ গাই লই সেই নাম,
স্মরণে বরণ করি তারা সেই শাম।
সাহিত্য মহারথী যতো সুর-লয়,
নাম শুনে চিনে যায় এ বিশ্বময়।
হৃদয়ের কবি বলে আঁকি জলছবি,
কবিগুরু নজরুল হৃদয়ের কবি।