সূর্য বলে আলো নাও, মেঘ দেয় জল,
বায়ু বলে দম নাও, গাছে ধরে ফল।
মনের সুখ যারা চায়
সাগর কূল ঘুরে যায়
জড়ো হয়ে দেয় সায় করে কোলাহল।


পূর্ণিমায় চাঁদ হাসে আলোছায়া পড়ে,
ঝাউতলা ঘুরে আসে যার মনে ধরে।
মনে যদি প্রেম আসে
প্রেয়সীকে ভালোবাসে
হাত ধরে নিয়ে আসে তুলে বাড়িঘরে।


খেলোয়ার খেলে যায় গোল করে ফিরে,
কোটি লোক খেলা দেখে কতো স্বপ্ন ঘিরে।
এক দল শেষে হারে
অন্য দল জিতে ছাড়ে
জয়ী হয়ে যায় ফিরে যার যার নীড়ে।


নানারকম ফুল গাছে ফুটে উঠে ফুল,
গাছে গাছে ফল দেখে মনে লাগে দোল।
তাজা ফল খেয়ে যায়
ফুল দেখে শান্তি পায়
তার পরও গীবত গায় ভাবটা প্রতিকূল।


এতোকিছু পেয়েও কিন্তু কৃতজ্ঞতা নাই,
সৃষ্টিকর্তার দোষ দিয়ে দায়ী করে যাই।
রাত শেষে দিন হয়
সব কাজে চাই জয়
সৃষ্টিকর্তায় নাই ভয় তবু আরো চাই।