ও পরাণের মাঝি ভাই কোথায় তুমি যাও,
নৌকাখানি ভিরাও তুমি আমায় তুলে নাও।
          আমি এসে নৌকায় উঠি
          তুমি তোমার পাবে জুটি
স্রোতের জলে একা তুমি কেমনে নাও বাও?


চ্যালা কাঠের বৈঠাখানি আমার হাতে দাও,
খোলা চোখে দুই নয়নে আমার দিকে চাও।
          দু'জন মিলে শুরু করি
          একি নায়ের হাল ধরি
আমি বসে বৈঠা চালাই তুমি পাল উড়াও।


ভালো তোমার নৌকাখানি উপর ছানি নাই,
তোমার নায়ে চারিদিকে খোলা দেখতে পাই।
          তোমার কোন ভয় নাই
          অনেক দূরে চলে যাই
ঘুরেফিরে স্রোতের জলে ঠাণ্ডা হাওয়া খাই।


তুমি আমায় তুলে নিতে করছো কেনো দেরি,
এখনই তো ভালো সময় যৎসামান্য ঘুরি।
          স্রোতের জল আঁকাবাঁকা
          যাচ্ছো কেনো একা একা
এ সময়ে সবই ফাঁকা নেই তো হুড়াহুড়ি।


এতো কথা বলার পর কোন উত্তর নেই,
চুপটি করে বসে আছো যেমন আছো সেই।
          জগত মুখে চেয়ে দেখো
          ভালোবাসার কিছু শেখো
এভাবেই তো বসে বসে হারিয়ে ফেলো খেই।


কার জন্য স্রোতের জলে মন তোমার ডোবা?
চারিদিকে তাকিয়ে দেখো দিনটা মনোলোভা।
          তোমার জন্য চেয়ে আছি
          তুমি ছাড়া কেমনে বাঁচি
আমি তেমার ভালোবাসা জলজ্যান্ত শোভা।