দিন যায় রাত হয় রাত যায় দিন,
সময়ের কষাঘাতে বেড়ে যায় ঋণ।
মানবের কাজকর্মে নাই মানবতা,
অযথাই ক্ষয় লয় নেই কোন ব্যথা।
সময়টা চলে যায় অপূরণ সমাচার,
হয় নাতো বোধোদয় উঠেবসে তার।


পার করে যে সময় তাতো বুঝে পরে,
আজীবন পার হয় মাথা ভারী করে।
ঋণ বাড়ে ঋণে বোঝা যায় দুঃসময়,
সময়ের অপচয়ে বাঁচা সোজা নয়।
মানবতা রুখে দেয় তার পরাজয়,
সময়েই বলে দেয় যতো ব্যথা সয়।


আজ নয় কাল হবে এই আশাবাদ,
মানবতা কাল হয় ভারী তার কাঁধ।
এ সমাজে যতোদিন এ ভাবনা থাকে,
মানবতা ধূলিসাৎ ঘাড়ে বোঝা রাখে।
আশা নিয়ে বসে থাকে তবু যদি হয়,
অকর্মা সব লোকের, পাছে শুধু ভয়।


সময়ের মূল্যায়ণে মানবতা আসে,
অপরের জয়টাকে যদি ভালোবাসে।
পরহস্তে থাকে ধন নিজে করে ঋণ,
পরকে স্বাধীন রাখে নিজে পরাধীন।
এ সমাজে মানবতা দ্রুতালয়ে ফিরে,
সৎ পথে রোজগার নিজ কাজ ঘিরে।


পরস্বার্থে ভালো কাজ করে যাও ভবে,
নিজ স্বার্থ বলি দাও জেগে উঠো সবে।
সৎ পথে রথ যাবে রবে আমরণ,
মানবতা জেগে উঠে হবে জাগরণ।
ভাই ভেবে কাজ করো তাকে পাবে রোজ,
একসাথে উঠোবসো করো প্রীতিভোজ।