মুক্ত বাতাস, পাহাড় আর জল;
ধারে কাছে নেই সমতল।
শ্রাবণের বর্ষণে প্লাবনের সৃষ্টি;
ঝর্ণার শীতল জল, সেই সাথে বৃষ্টি।
উড়ু উড়ু মনের নীলিমায়,
ঝরে যায় অবসাদ মেঘালয়ের মহিমায়।
ছায়াকায়াহীন স্পর্শবিহীন নিরুপম, নির্মল কান্তি;
আহারে! কি শান্তি! নেই কোলাহল শুধুই প্রশান্তি।