এসে গেছে মধু মাসে আম কাঁঠাল লিচু,
আগে খেয়ে পিছে থাকে আরো কথা কিছু।
খেতে থাকো দেশি ফল মনে যতো ধরে,
যতো পারো আগে খাও কথা হবে পরে।
খাঁটি মাটির সোনার দেশে সহজলভ্য ফল,
এর চেয়েও বেশি দামী অন্য দেশে জল।


জ্যৈষ্ঠ মাসে মিষ্টি মধুর কত ফল পাকে,
যদি যাই গাছের নিচে গন্ধ আসে নাকে।
সারা গাছই লালে লাল কত লিচু ঝুলে,
পাকা ফলের স্বাদ নিয়ে পাখি সুর তোলে।


গাছে গাছে আম ডালে থোকা থোকা আম,
পাতার নিচে ঝুলে থাকে ধরা কালো জাম।
আম মিষ্টি জামও মিষ্টি কত খাবো তুলে,
জ্যৈষ্ঠের দিনে মধু মাসে খাবো মন খুলে।
মধু মাসে ফলের ঘ্রাণে কেটে যাবে বেলা,
হাত ভরে দিন দুপুরে শুরু করি তোলা।


মধু মাসে কাঁঠাল পাকে ভরা থাকে গাছে,
রসে ভরা কাঁঠাল কোষ খাই মুখ মুছে।
কাঁঠাল হলো জাতীয় ফল কেনো যাই ভুলে,
স্বাদে গন্ধে শান্তি পাই খাই গিলে গিলে।


কড়া নাড়ে মধু মাস তবে কেনো দেরি,
হাত বাড়িয়ে মধু বনে ঝুড়ি হাতে ধরি।
আম জাম কাঁঠাল লিচু গাছে গাছে ভরা,
আম লিচু কত খাবো গাছে ঝুলে ছড়া।
ফল পাড়ি গাছের ডালে তোরা নিচে দাঁড়া,
গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাবো জোড়া জোড়া।


পাকা ফল ছিঁড়ে খাবো বাংলা মায়ের কোলে,
মধু মাসের সব ফল গাছে গাছে ঝুলে।
পাকা ফল গাছে দেখে জিভে আসে জল,
আম জাম কাঁঠাল লিচু মধু মাসের ফল।