মন কেনো কথা বলে তা তো বুঝা দায়,
কখনো তা গরম হয় মাথায় বাড়ি খায়।
যখন তখন ছুটাছুটি আবার থেমে যায়,
একটুখানি ঠাণ্ডা হলে ক্ষণিক শান্তি পায়।
বুঝেও তো বুঝে না মন কেনো এমন হয়,
যখন সেটা বুঝতে পারে জড়ো হয় ভয়।


ঝগড়া বিবাদ কলহটা যখন বেশি বাঁধে,
সব বন্ধন ভেঙ্গেচুরে একা একাই কাঁদে।
খানিক সময় কেঁদে মন সচলতা আনে,
যা হয়েছে সবই ভুল এটা তখন মানে।
শুরুতেই ভেবে নিলে যা এড়ানো যেতো,
ঝগড়াটা মিটে যেতো মনও মজা পেতো।


মন যখন নিজের হাতে নিয়ন্ত্রণটা পায়,
হাসি খুশি রঙ তামাশা বেশি করেই চায়।
খুশি হলে পাগল মনটা উড়ে উড়ে চলে,
আকাশটাকে পাড়ি দিয়ে বহু কথাই বলে।
কখনো সে জলে নেমে ডুবু সাঁতার দেয়,
মনের গতি যতো আছে খুশবু তুলে নেয়।


হিম শীতল শান্ত মন হঠাৎ জ্বলে উঠে,
প্রতিশোধ নেবে বলে দ্রুত বেগে ছুটে।
কখনো সে সফল হয়, কখনো বা ব্যর্থ,
যখন সে ব্যর্থ হয় খোঁজে পায় না অর্থ।
দিন দিন তো এভাবেই খেটেখুটে মরে,
সুযোগ পেলে সেই মন নতুন ভাব ধরে।


জীবনভর সুখের জন্য ছুটাছুটি করে,
এক সময়ে ক্লান্ত রথে ফিরে আসে ঘরে।
ভালো থেকে সে বুঝে না মনের কি দাম?
বিপদ যখন ঘাড়ে চাপে রাখে অন্য নাম।
আশার বাণী হাতে নিয়ে ফিরে ফিরে চায়,
যখন সে হয় আশাহত মনটা মরে যায়।