মনটা শুধু তোরেই খোঁজে বন্ধুরে ও বন্ধু রে,
খোঁজে কেনো তোরে পাইনা বলে দেসনা রে।
তোরে আমি না দেখিলে
মনের কথা না বলিলে
মন আমার বাইরাম বাইরাম করে কেনো রে।


এই মনটাতে দিলেরে তুই জ্বালা বাড়াইয়া,
জ্বালাইয়া পোড়াইয়া গেলি কেনো হারাইয়া?
কয়দিন যাবৎ দেখা নাই
তোর বাড়িতে আমি যাই
আইতে যাইতে তোরে খোঁজি থাকিস না ঘরে।


বন্ধুরে তোর মনের ঘরে তালা ঝুলাইয়া,
এখন তুই দূরে থাকিস আমায় বুলাইয়া।
সারাটা দিন কি যে করিস
কিসের জন্য কোথায় ঘুরিস
কার জন্য কেনো যে তুই বদলে গেলি রে ?


বন্ধুরে তুই তাড়াতাড়ি আমায় দেখা দে,
তাড়াতাড়ি আমারে তোর ঘরে তুইলা নে।
আমি যদি তোরে না পাই
তোরে আমি এই বলে যাই
তোরে ছাড়া মনের জ্বালা শেষ হবে না রে।