মৌমাছিদের গুনগুন আগ ডালে বাসা,
মৌচাকটা ঝুলে আছে মৌমাছিতে ঠাঁসা।
একে অন্যে কতো মিল
চাকে করে কিলবিল
মধু ভরে তিল তিল পূর্ণ হবে আাশা।


একদল পাহাড়ায় চাক ঘিরে থাকে,
অন্য দল বন থেকে মধু এনে রাখে।
মধু নিতে বনে যায়
গুনগুন গান গায়
ফুল দেখে বসে যায় পাপড়ির বাঁকে।


মৌমাছিরা মধু নিতে ফুলে ফুলে চড়ে,
ফুলে ফুলে মধু তুলে ফিরে তার ঘরে।
ঘুরে ঘুরে ফুলে ফুলে
ফুলে বসে দুলে দুলে
বিন্দু বিন্দু মধু তুলে সঞ্চয়টা করে।


চাকে নিয়ে ধাপে ধাপে মধু এনে ভরে,
শ্রম দেয় মধুকর সারা মাস ধরে।
মধু রাখে স্তরে স্তরে
চাক ভরে পূর্ণ করে
মধুকর ঘিরে ধরে চাকের গায়ে চড়ে।


পেট ভরে মধু খেয়ে ঠোঁট ভরে আনে,
ফুল থেকে তোলা মধু ভালো গুণেমানে।
খাঁটি মধুর অনুভব
মধুকর তোলে রব
চাকে থাকা মধু সব খাঁটি বলে জানে।


আশা নিয়ে করে যায় মধু সঞ্চয়,
ঘিরে রাখে তবু থাকে শিকারীর ভয়।
শিকারী খবর নেয়
মৌচাকে হানা দেয়
চাক থেকে মধু নেয় কেটে সমুদয়।