আবরণে ভদ্র মানুষ ভেতর মন্দ হয়,
এ সমাজে ভদ্র সেজে কত কথাই কয়।
          মুখে ফুটে ফুলঝুরি
          পেটে পঁচা নাড়িভুড়ি
চাপা মেরে সবার মন মুখে করে জয়।


চোরকে বলে কর চুরি দারোগাকে ডাকে,
পুলিশ এসে বেঁধে নেয় চুপ করে থাকে।
          বের হয়ে সাধু সাজে
          ভেতরটা খুব বাজে
মোনাফেকি মন নিয়ে হাসি মুখ রাখে ।


দুই পাশে দুই কথায় ঝামেলাটা বাঁধে,
তেলা মাথায় তেল দিয়ে খিচুড়িটা রাঁধে।
          ঝামেলাটা তৈরি করে
          বিচারকের রূপ ধরে
বিচারের পুরোভাগ নেয় নিজ কাঁধে।


আগ বাড়িয়ে কথা বলে স্বার্থ হাসিল করে,
সুযোগটা কাজে লাগায় ঘাড় চেপে ধরে।
          উভয় দিকে টাকা খায়
          টাকা খেয়ে সরে যায়
ভালো মানুষ না বুঝেই বিপদটাতে পড়ে।


দুষ্টু লোক কষ্ট বাড়ায় ভদ্রলোক জড়ায়,
সুযোগ বুঝে তার নামে প্রোপাগান্ডা ছড়ায়।
          যাকে পায় তাকে বলে
          বদনাম করে চলে
দোষ নেই জেনেবুঝেও খালি গায়ে ঘুরায়।


সমাজটাকে ভালো রাখতে তুমি যদি চাও,
এমন লোক দেখে দেখে ন্যাড়া করে দাও।
          দুষ্টু লোক মিষ্ট ভাষী
          ঠোঁটে মোনাফেকি হাসি
মুঠি ধরে সেই হাসিটা পায়ে পিষে নাও ।