আমি হলাম নায়ের মাঝি,  নৌকা বেয়ে খাই,
রোদ বৃষ্টি খরার মাঝেও,  বৈঠা তরী বাই।
এপাড় আসুক ওপাড় যাক,  ভাড়ার বৃদ্ধি নাই,
পারাপার করে আমি,  দশ  টাকা পাই ।
দশে দশে অনেক টাকা, সন্ধ্যায় পকেট ভরে,
হেঁটে হেঁটে বাড়ি যাই,  হাট-বাজার করে ।


রোজ সকালে আসি আমি,  যাই সন্ধ্যার পরে,
পকেট ভরে টাকা পাই,  থাকি টিনের ঘরে।
জায়গা জমি নেই তো আমার, আছে কাথা-কম্বল,
সারা বছর ভাড়ায় থাকি,  নৌকা খানিই সম্বল ।


আমার নৌকায় চড়ে মানুষ,  কষ্টের কথা কয়,
দালান কোঠায় থেকেও তারা,  যত  কষ্ট সয় ।
আছে যার ভুরি ভুরি, আরো তার চাই,
হাজার থাকলেও অতি লোভীর, কষ্ট দেখতে পাই।
দিন রাত ব্যয় করে,  টাকার পিছে ঘুরে,
বাবা-মা,  স্ত্রী-সন্তান,  দূরে  থাকে পড়ে।

নেই বাড়ি নেই ঘর,  তবু থাকি সুখে,
পকেট ভরা টাকা থাকে,  অনেক সাহস বুকে।
চুরিজারি করি না আমি,  খেটেখুটে খাই,
সৎ ভাবে পথ চলি,  অনেক শান্তি পাই ।