প্রেম যখন মনের কোণে, মন করে আনচান,
মনের কথাও শুনতে পায়, থাকে যদি কান ।
একটুখানি ঝাড়ি খেলেই, কেনো যাবে মান ?
ঝাড়ি ছাড়াই শূলে চড়ে, কেমন অভিমান ?
এ তো দেখি মান অভিমান, সমানে সমান,
বিনা দোষে এতো রাগ, কেনো ধাবমান ?


প্রেমিক বলে জলকন্যারে, ভালোবাসি কত,
সাগর বুকে কত জল, যত জল তত ।
তার কাছে জলের হিসাব, কন্যা যখন চায়,
জলের সমান ভালোবাসাই, জলকন্যা পায়।
সাত সমুদ্র মেপে যাওয়ার, কোন কারণ নাই,
জলের প্রতি জলকন্যার, ভালোবাসাই পাই ।


চড়ুই পাখি হাওয়ায় উড়ে, কত হাওয়া জানে না,
সে যখন উড়ে চলে, কোন হিসাব মানে না ।
পদতলে হিসাব রেখেই, উড়ে যেতে চায়,
সেই জায়গাতেই গিয়ে থামে, খাবার যখন পায়।
চড়ুই ভাবে হাওয়ার হিসাব, আমার কেনো লাগে,
নিজে খেয়ে বাঁচার জন্যই, খাওয়ার সাধ জাগে ।


নতুন বউ প্রথম যেদিন, শ্বশুরবাড়ি যায়,
কাজের বুয়া কাছে আসলে, তাকেও শরম পায়।
ক'দিন বাদেই ঘুরে দাঁড়ায়, ঘরের চাবি নেয়,
উল্টাপাল্টা কিছু দেখলেই, কঠিন জবাব দেয় ।
ধারে খাওয়া অযোগ্যদের, বাড়ি ছাড়া করে,
ঝাড়ু হাতে ঝেড়েঝুড়ে, সোজা করে ছাড়ে ।


কয়লা ধুয়ে ময়লা যায় না, তবু ধুয়ে যয়,
পোড়া কয়লা ধুয়ে ধুয়ে, কালিতে মাখায়।
উচা লম্বা সবার মাপ, মেপে নিতেই পারি,
নিজ ঘরেই নিজ অধিকার, কেনো তবে ছাড়ি ?
চক্ষু মেলে জগৎ জুড়ে, সব-ই দেখতে পাই,
তবে কেনো নিজ অবস্থান, আমরা ভুলে যাই ।