নিম তোমার পাতা তিতা, তিতা তোমার ফল,
তোমার বিচি কামড় দিলে আসে চোখে জল ।
পাতা সুন্দর ফল সুন্দর কেন তবে তিতা?
এটা নিয়ে কেন তোমার নেই মাথা ব্যাথা ?
বনের সকল পশু পাখি খায় না এই ফল,
ঝরে পড়া তোমার ফল পিষে করে জল ।
নিম তোমার তিতা ফলের নেইতো কোন মূল্য,
জীব-জন্তু পায়ে পিষে তুমি কিসের তুল্য ?


নিম বলে হেসে হেসে যে যাই বলুক ভাই,
তুমি বলছো অনেক কথা আমার দুঃখ নাই।
হাজার গাছের রাজা আমি আছেও অনেক মূল্য,
আমার আছে ঔষধি গুণ কোটি টাকার তুল্য ।
খায় না পোকায় ধরে না ঘুণ আমার কাঠ শক্ত,
হাজার কাজে ব্যবহারে কাঠ মিস্ত্রিও ভক্ত ।
আমার ঘ্রাণে কীট-পতঙ্গ দূরে সরে যায়,
আমার গুণেই বায়ুমণ্ডল নির্মলতা পায় ।
ঘরে ঘরে আমার নাম বলতে শোনা যায়,
কারো বাড়ির ছাদে আমি কারো আঙ্গিনায় ।
তাইতো বলি নরম হাতে আমার গায়ে ধর,
সুস্থ ভাবে বাঁচতে হলে আমার যত্ন কর ।