আসো তুমি শেষ বিকালে আমি থাকি জলে,
তোমার মুখ দেখে যাই মাছ ধরার ছলে।
           প্রেমের রঙ মনে মেখে
           তোমার ছায়া দেখে দেখে
জলে নামি তোমার জন্য  বিকাল সন্ধ্যা হলে।


তোমার নাম জপে জপে দিনটা করি পার,
বিকাল এলেই বুঝা যায় মনে কি কারবার।
           উতালা মনে তোলপাড়
           শেষ বিকাল একাকার
তোমার জন্য কান্দে মন অপেক্ষায় তোমার।


মাঝে মাঝে এমন ভাবি যাও যদি হারিয়ে,
সন্ধ্যা সাঁঝে কাকে দেখবো জলাধারে দাঁড়িয়ে?
           শঙ্কা জাগে এমন ভেবে
           এই মনটা কাকে দেবে
আপন ভেবে টেনে নেবে নিজ হাত বাড়িয়ে।


আমার জন্য বেঁচে আছো এমন যেনো হয়,
তুমি যদি অটল থাকো থাকবে না তো ভয়।
           মনের সাথে মন বেঁধে
           তোমার জন্য কেঁদে কেঁদে
সারাজীবন ভালোবেসে করতে পারি জয়।


ভাবি মনে বৈশাখ এলে তোমার বাড়ি যাবো,
কাছে গিয়ে মায়ের কাছে আমি তোমায় চাবো।
           তোমার মা আছে ভালো
           তুমি তাঁর আপন আলো
তুমি আমি পিঁড়ায় বসে মায়ের সাথে খাবো।


আমি জানি তোমার মায়ে ভালো তোমার চায়,
তোমার ভালো বুঝেশুনে তিনি দেবেন রায়।
           মায়ের দোয়া সাথে নিয়ে
           তুমি আমি করবো বিয়ে
আসে কি না এই সময় ভেবে পরাণ যায়।