ইলিশের স্বাদ জিভে রাখে, দেশের জনগণ,
দেশি ছাড়াও ভিনদেশিদের, পাগল করে মন।
পদ্মার ইলিশ জগৎখ্যাত, বিদেশ চলে যায়,
সারা বিশ্বের সব প্রবাসী, বিদেশে বসেই খায়।
ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ, পদ্মার মান রাখে,
এদেশে আসা ভিনদেশিরাও, ইলিশ খায় শখে।


শহর ছাড়াও পদ্মার ইলিশ, গ্রামে গঞ্জে যায়,
বাংলা মায়ের বিখ্যাত মাছ, ঘরে বসেই পায়।
সাগর জলের ইলিশ আসে, তিন মোহনার তীরে,
তিন মোহনার স্রোতের জলে, অসংখ্য ডিম ছাড়ে।
লবণ জলের ইলিশ যখন, পদ্মায় এসে ঢুকে,
ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে, জেলেরা মনের সুখে।


মাঝ সাগরের ইলিশ যখন, নদীর জলে আসে,
সাগরের ইলিশ নদীতে এসে, মিঠা জলে ভাসে ।
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায়, দামেও সস্তা থাকে,
সুজন কুজন বিলানো যায়, যাকে ইচ্ছা তাকে।
সোনার বাংলার মিঠা পানি, স্বাদ বাড়িয়ে দেয়,
স্বাদের জন্য দিনমজুরও, ইলিশ কিনে খায়।


রূপালি ইলিশ জাতীয় মাছ, বাংলা মায়ের ঘরে,
কম বেশি ইলিশ থাকে, সারা বছর ধরে।
পদ্মা ছাড়াও বহু স্থানে, ধরে সাগর জলে,
ছুটে এসে হুরমুড়িয়ে, পড়ে জেলের জালে।
নিজ চাহিদা পূরণ করে, রপ্তানিতে মাতে,
ব্যবসায়ীরা বেজায় খুশি, ডলার যখন হাতে।


খাওয়া-দাওয়ায় স্বাদে গন্ধে, পদ্মার ইলিশ সেরা,
বেচা-কেনায় মধ্য রাতেও, ব্যস্ত ইলিশ পাড়া।
জাতীয় মাছ, জাতীয় সম্পদ, সবাই রক্ষা করি,
দেশের মানুষ সবাই মিলে, জাটকা খাওয়া ছাড়ি।
জাটকা খাওয়া বন্ধ হলে, জেলেরা আসবে ফেলে,
রূপালি ইলিশ ব্যাপকভাবে, বাড়বে সাগর জলে।