নদী তুমি ফুলে উঠে জলে তুলো বান,
কলকল ধ্বনি তুলো সকরুণ গান।
গঙ্গা থেকে রাঙ্গা পানি মেশে এই জলে,
ভেঙ্গেচুরে শেষ করো বান বন্যা হলে।
রুদ্ররূপ ধরে তুমি যাও কোন মুখে,
গ্রামবাসী চেয়ে দেখে পড়ে যায় শোকে।


ঘরবাড়ি ভেঙ্গেচুরে জলে ঢাকা পড়ে,
প্রাণ নিয়ে জনগণ চলে যায় দূরে।
ছিন্নভিন্ন ঠিকানাটা জলে গিয়ে মিশে,
কূলহারা সর্বনাশে খুঁজে ফিরে দিশে।
সুখ স্বপ্ন ভঙ্গ করো রঙ্গ ভঙ্গ করে,
শরণার্থী গড়ে তুলো নিয়ে যাও চরে।


কাঠ ফাটা শ্রম দেয় চরে ঘর করে,
এক বেলা ভাত খেতে যতো ঘাম ঝরে।
আজ যদি কাজ থাকে কিছু খেতে পায়,
কাল কোনো কাজ নাই পেট খালি যায়।
ছেলেমেয়ে চালা ঘরে মেঝে শুয়ে থাকে,
কখনো বা আধা পেটে কোন মতে রাখে।


নিজ হাতে জাল বুনে জলে মাছ ধরে,
মাছ বেচে চাল ডাল কিনে ফিরে ঘরে।
ঘরবাড়ি নাম ধাম যতো ছিলো তার,
সব খেয়ে পেট পুরে পদ্মা তোমার।
দিন আনে দিন খায় যায় কোন মতে,
কুল মান জলে মিশে বসে গেলো পথে।


গঙ্গা কেনো রাঙ্গা পানি পদ্মাতে ঢালে?
পাড় ভেঙ্গে এই পানি উঠে বিলে খালে।
পানি ঘোলা পানি যম পানি সর্বনাশা,
রাঙ্গা পানি ভাঙ্গে মন ভাঙ্গে সব আশা।
সর্বনাশা পানি পায় তোমার বুকে ঠাঁই,
পাগলপারা পদ্মা তুমি স্বপ্ন করো ছাই।