সারাদিন আমি কেনো পেঁপে নিয়ে ভাবি?
পেঁপে আর এমন কি, চোখে ভাসে ছবি।
কাঁচা পাকা পেঁপে দেখি সব ঘরেই যায়,
এটা নিয়ে ভাবনা চিন্তার এমন কি দায়?
পাকা পেঁপে ফল বলে ঘরে নিয়ে রাখে,
জনপ্রিয় পাকা পেঁপে আপ্যায়নেও থাকে।


ভালো জাতের পাকা পেঁপে সবাই তো খায়,
কাঁচা পেঁপে সব রাঁধুনি হাতের কাছে পায়।
অতি যত্নে ধুয়ে মুছে ঘরে ঘরে নিয়ে,
সবজি সালাদ তৈরি করে কাঁচা পেঁপে দিয়ে।


পাকা পেঁপেতে থাকে "এ" ভিটামিন ভরপুর,
হাটে গিয়ে কেনার জন্য করে সবাই ঘুরঘুর।
তার অনেক ক্রেতা দেখে বেশি দাম হাঁকে,
দাম একটু বেশি হলেও বহু ক্রেতা থাকে।
পাকা পেঁপে মিষ্টি হয় ব্যবহারও বেশি,
দেশি ফল বেশি খেয়ে সব লোক খুশি।


হজমকারী উপাদানে ভরা কাঁচা পেঁপে,  
তার নাম "পেপেইন" পেঁপে রাখে চেপে।
বেঁচে থাকতে খাদ্য পুষ্টি বেশি বেশি চাই,
কম খরচে বেশি পুষ্টি পেঁপের গুণে পাই।


পেঁপের আছে ঔষধিগুণ যার নাই তুলনা,
এর গুণ যাঁরা জানে তাঁরা কেউ ভুলে না।
শরীর জুড়ে বাসা বেঁধে রোগ যখন বাড়ে,
সংশ্লিষ্ট এসব রোগ "পেপেইন" সারে।
বহু রোগে কাজে লাগে সব জাতের পেঁপে,
যাঁর যেমন রোগ বুঝে পেঁপে খাবে মেপে।


এসে গেছে শাহী পেঁপে উচ্চফলনশীল,
কৃষিখাত দ্রুত হবে আরও গতিশীল।
সুস্থভাবে বাঁচার জন্য ভেবে চিন্তে আগাই,
দশে মিলে করি কাজ দেশটাকে জাগাই।