পৌষে শুরু শীতল হাওয়া সরব পিঠাঘর,
শুরু হলো শীতের কাঁপুনি ধমনি থরথর।
শীতের পিঠা ঘরে ঘরে
পিঠা নিয়ে হুমড়ি পড়ে
গরম বায়ু শীতল করে এ কোন কারিগর?


শীতকালটা আসছে ধেয়ে করছে হুড়াহুড়ি,
কেবল শীতের শুরু হলো নয়তো আহামরি।
ধান ভেঙ্গে নতুন চাল
পিঠায় দেবে চাল ডাল
কেউবা চায় পিঠায় ঝাল খানায় বাহাদুরি।


গরম বায়ু বিদায় নিলো শীতের আগমন,
কাঁথা কম্বল জায়গা নিলো যেমন প্রয়োজন।
কেমন যাবে ভাগ্যরেখা
ভাবতে থাকি একা একা
কুয়াশা কেটে রবির দেখা যায় না বেশিক্ষণ।


ধানের দেশে আমন পাকে ধান কাটার ধুম,
ব্যস্ত সময় যায় যে তাদের স্বল্প সময় ঘুম।
সারাটা দিনই ব্যস্ততায়
কাজের ফাঁকে কিছু খায়
সকল বারই সমান যায় সমান রবি সোম।


বাংলা মায়ের ঘরে ঘরে শুরু নবান্নের,
চিড়ামুড়ি পিঠার বাজার আগাম পৌষের।
নবান্নের এ ডামাডোলে
পিঠা খায় মনটা খুলে
বেরিয়ে পড়ে শীত সকালে শুরু রবি চাষের।


ধানের পর গাজর মুলা সাথে মাষকলাই,
কত রকম সবজি চাষ যার তুলনা নাই।
আলু সরষে মাঠ জোড়া
খেড় দ্বারা ক্ষেত মোড়া
শীতল গায়ের লোম খাড়া ব্যস্ত চাষী ভাই।