সকলেই এটা জানে পৃথিবীটা গোল,
দুর্যোগে পড়ে ভাবি পুরোটাই ভুল।
খেইহারা মন বলে বাঁকা পথ সোজা,
বৈরিতায় সোজা পথ হয় নাই খোঁজা।
মনে শুধু হাহুতাশ সুবাতাস নেই,
চারদিকে চেয়ে দেখি কূলহারা খেই।
আকাশটা ছেয়ে যায় কালো ধোঁয়া উড়ে,
নাকে মুখে ঢুকে যায় কান মাথা ঘুরে।
আবোলতাবোল যতো বাজে কথা ভাবি,
বৈরিতার অবসান সময়ের দাবি।
বিরূপ আচরণটা মানুষের আনা,
বায়ু দুষণের কাজে সব পথ জানা।
গাছপালা কেটে করে ইটগাঁথা বাড়ি,
সেইসাথে কালো ধোঁয়া কত-শত গাড়ি।
বাতাসটা ভরে গেছে সীসা আর বিষে,
এর চেয়ে ঢের বেশি দুর্যোগ কিসে?
বেঁচে থাকার তাগিদে যদি সুখ চাই,
বনায়ন ছাড়া কোনো বিকল্প নাই।
বায়ু হয় নির্মল গাছপালা বাঁশে,
মানুষের পাশাপাশি পরিবেশ হাসে।
বাসযোগ্য পৃথিবী যদি চায় মন,
এ জন্য প্রয়োজন গণজাগরণ।
একতার সাথে সাথে ছাড়ো সব ভুল,
সত্যি সত্যি দেখো পৃথিবীটা গোল।