রোদ বৃষ্টি ঝড়ের পরেও, ডাকি শুধু তোরে,
আমার প্রিয় জন্মভূমি,  মনের ভেতর উড়ে।
বাংলা মায়ের রূপের ঝলক, ক্ষণে উঁকি মারে,
রূপের আঁচল ছেড়ে ছুড়ে, যাবো না আমি দূরে।
জন্মভূমির মাটির টান, কোথায় পাবো আমি,
জীবন দিয়ে রক্ষা করবো, বাংলা মায়ের ভূমি।


শীতে আসে শীতের পিঠা, গ্রীষ্মে আসে ফল,
বৃষ্টি ঝরে ভরা বর্ষায়, পুকুর ভরা জল ।
বর্ষার দিনে পুকুর জলে, সাঁতার কাঁটার ধুম,
গাছের ছায়ায় চাঁদনি রাতে, কেড়ে নেয় ঘুম।
ফাগুন দিনে ফাগুন হাওয়া, আগুন লাগে মনে,
মধুর জন্য মৌমাছিরা, ঘুরে ফুলের বনে ।


গ্রীষ্মে পাকে আম কাঁঠাল, ভাদ্রে পাকে তাল,
থোকা থোকা ঝুলে গাছে,  চৈত্রে হাজার বেল।
পাহাড় চূড়ায় মেঘ কুয়াশা, সারা বছর ডাকে,
নীলাভ আকাশ দূর পাহাড়ে, নীলাভ করে রাখে।
বর্ষার জলে নদীর স্রোত, দ্রুত বেগে ছুটে,
অধিক স্রোতে নদীর জলে, মাছের পোনা ফোটে।

ধানের দেশ পানের দেশ, সারা মাঠ ভরে,
কৃষক কেটে গোলা ভরে, হাওয়ায় ঘুড়ি ওড়ে ।
মাছের জন্য জেলের দল, সাগর জলে যায়,
চান্দা লইট্যা রূপালী ইলিশ, ট্রলার ভরে পায়।
সারা দেশে চালান করে, সবাই কিনে নেয়,
স্বাদে গন্ধে প্রকারভেদে, সঠিক মূল্য দেয় ।


ঋতু চক্রে তুলনাহীন, ছয় ঋতুর দেশ,
শীত গ্রীষ্ম সহনশীল, আরামদায়ক বেশ ।
উর্বর ভূমি বিশ্ব সেরা, আমার দেশের মাটি,
এটাই আমার জন্মভূমি, সোনার চেয়েও খাঁটি।
সোনার চেয়েও বেশি দামি, প্রতি ইঞ্চি জমি,
সারা বিশ্বের সেরা সে যে, প্রিয় জন্মভূমি ।