আল্লাহু আল্লাহু  তুমি--- রহিম রহমান,
গোনাহগার বান্দা আমি--- তুমি মেহেরবান।
তুমি মহান, তুমি মালিক, তুমি অধিপতি,
আখিরাতের শেষ বিচারে তুমি বিচারপতি।
সেদিন যেনো হতে পারি তোমার মেহমান।


আমায় তুমি ভালো কাজের বাহক করে দাও,
মেহেরবানী করে তুমি একটু ফিরে চাও।
আল্লাহ তুমি মহান জ্ঞানী আমার অন্তর বুঝো,
করবে না যে নাফরমানী এমন বান্দা খোঁজো।
সৎ বান্দার কানে পৌঁছাও নামাজের আযান।


আল্লাহ তুমি জ্ঞানের মালিক পরওয়ারদেগার,
আকাশ বাতাস মেনে চলে আহ্বান তোমার।
আমি তো মাটির বান্দা ভুলে ভুলে ভরা,
তাই তো সকল কাজে তোমার কাছে ধরা।
আমি যেনো মানতে পারি তোমার আহ্বান।