দেশ ছেড়ে বিদেশ গিয়ে কেমনে তুমি থাকো?
তোমার পাশে সবাই ছিলো এটা মনে রাখো।
আগের মতোই চলছে সব এমন ভাবেই চলে,
তোমার কথা সবাই ভাবে তোমার কথাই বলে।
শুধুই হিসাব মনের কোণে সেই যে তুমি  গেলে,
দীর্ঘ পথটা পাড়ি দিয়েই এতদিন পরে  এলে।


আপন ভুবন ছেড়ে গেলেও হয়না তবু পর,
বন্ধ করলে যাওয়া আসা ঠিক থাকেনা ঘর।
কাটিয়ে দিয়ে দীর্ঘ বছর আসো যখন ফিরে,
ফিরে তো পাও সুখ-আনন্দ বন্ধু মহল ঘিরে ।


জগৎ জুড়ে ডিজিটাল যুগ, সেই দূরত্ব  নাই,
সারা বিশ্ব হাতের  মুঠোয়, হাতের  কাছে পাই।
রাখো যদি তোমার  মনে সবাই  কাছে পাবো,
হাজার কিলো দূরে থেকেও আপন ভেবে নেবো।
ফোন বা মেইল যোগাযোগ, যেমনে তুমি চাবে,
যখন আসবে তোমার কল, সাথে সাথেই পাবে।


সামনা সামনি দেখা হয়, আসো যখন দেশে,
সুন্দর সময় পার করি সবাই পাশে বসে।
দেখতে পাই চোখের দেখা, এটাই কম কিসে?
স্মৃতি হয়েই থাকবে এটা, হৃদয়  অন্তর মিশে।