জীবজন্তু, সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তার দান,
তার মাঝে মানুষ শ্রেষ্ঠ, তাকে দিলেন মান।
একমাত্র সৃষ্টিকর্তাই, মানব কারিগর,
বিবেক বুদ্ধি যা দিলেন, থাকে জনম ভর।
জ্ঞান বিজ্ঞান খাটায় সে, দিবারাত্রি ভোর,
নিজের মত মানব সৃষ্টি, সে তো অনেক দূর।


জ্ঞান দিয়ে বিজ্ঞান করলো, রোবট আবিষ্কার,
জ্ঞান থাকলেও মান নাই, এটা পরিষ্কার।
মান ছাড়া জ্ঞানের মূল্য, সবার কাছে তুচ্ছ,
যেটুকু আছে, সীমাবদ্ধ, পুরোটাই অস্বচ্ছ।
মানব জ্ঞান স্বাধীনচেতা,  রোবট তা নয়,
মান থাকলে এখন নয়, পরে করলেও হয়।


লোকে বলে রোবট নাকি, কানে শুনতে পায়,
মানব জাতির হুকুম মতো, কাজ করে যায়।
রোবট যখন হুকুম শুনে, ঐ কাজটার পর,
দ্বিতীয়টার হুকুম ছাড়া, পুরো বডি স্থির।
মানব গতি কমে বাড়ে, ইচ্ছা শক্তির উপর,
রোবটের তো ইচ্ছা নাই, শুধু হুকুম নির্ভর।


মানব জাতির অতি বুদ্ধি, যখন বিকল হয়,
কলকব্জা নষ্ট হয়ে, ধ্বংসস্তূপে যায় ।
বুদ্ধির চাকা ঘুরতে ঘুরতে, উড়তে থাকে শখ,
শখের সাথে নিজেও উড়ে, ঘুরে অনর্থক।
জ্ঞান গরিমা এতো বাড়ে, ফিরে আসা দায়,
ফিরে আসতে ব্যর্থ হয়, যদিও নিজে চায়।


এ জগতে সকল মানুষ, থাকে সমাজবদ্ধ,
যখন আসে জ্ঞানের গৌরব, নিজ ঘরেই যুদ্ধ।
এমন মানুষ অনেক আছে, রোবট বেচে খায়,
নিজ চিন্তার অমত হলে, ধাওয়া করে যায়।
নিজে একা যখন ভাবে, বিশ্ব করবে জয়,
রোবট নিয়ে ভাবতে ভাবতে, নিজেই রোবট হয়।