সাগরের ঢেউ তুমি স্ফিত জলরাশি,
গর্জে যদি নাইবা উঠবে কেন তবে আসি?
সাগর তীরে বালিকণা লবনাক্ত জল,
তা দেখতেই অনেক মানুষ অনেক কোলাহল।


সাগর বলে--
বিশাল বিশাল জাহাজগুলো আমার বুকে ভাসে,
দেশ বিদেশের কত মাল জনস্বার্থে আসে।
আমার পেটে লবণ জল আছে অনেক মাছ,
লবণ-মাছে মানুষ বাঁচে আর কি তোরা চাস?


আমি আবারও বলি--
দিবানিশি ঢেউ খুঁজি ও সাগরের ঢেউ,
ক্রোধে-গর্জে গান গাও বুঝি জানলো না তো কেউ।
তপ্ত প্রাণে ক্লান্ত মনে তোমার পাশে বসি,
তোমায় নিয়ে ভাবতে ভাবতে রাত হয়ে যায় নিশি।
মনকে আমার শান্ত কর বসে আছি আশায়,
গর্জে তুমি হও অশান্ত হৃদয় ছুঁয়ে যায়।