গ্রামে-গঞ্জে যখন চলে, ষাঁড়ে ষাঁড়ে লড়াই,
জিতে যাওয়া ষাঁড়ের পক্ষে, সবাই করে বড়াই ।
পাড়া গাঁয়ের মানুষ এসে, জড়ো হয় মাঠে,
ষাঁড়ে ষাঁড়ে লড়াই করে, খুশির রব উঠে।
মাথা শিং চেপে  ধরে,  গুঁতোগুঁতি করে,
চোখ কান চামড়া ছিঁড়ে, অনেক রক্ত ঝরে ।


দু'টি ষাঁড়েই কষ্ট পায়, একটা তাতে জিতে,
ষাঁড় যত কষ্টই পাক, সব আনন্দে মাতে ।
জিতে যাওয়া ষাঁড়ের সাথে, ঢোল পিটিয়ে হাঁটে,
বাড়ি বাড়ি চাঁদা তোলে, গর্ব হয় তাতে ।


ঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে, তাদের  আয়োজন,
লড়াই শেষে করে তারা, পুরস্কার বিতরণ ।
গণ্যমান্য ব্যক্তি এসে, তুলে দেয় পুরস্কার,
আনন্দ ফূর্তির এটা একটা, মহা আবিষ্কার ।
সারা বছর ভাবনা চিন্তায়, চালিয়ে যায় প্রস্তুতি,
লড়াই শেষে হারুক জিতুক, তবেই পায় স্বস্তি ।


জিতে ফিরা ষাঁড়কে নিয়ে, চক্কর  দেয় গাঁয়ে,
পেছন পেছন অনেক মানুষ, হাঁটে পায়ে পায়ে।
গাঁয়ের মাঠে এমন খেলায়, অনেক সুখ আনন্দ,
অমানবিক কাজটা দেখেও, ভাবেনা কেউ মন্দ ।


ছোট বেলায়  এমন খেলা, দেখেছি বার-বার,
গ্রাম বাংলার এ ঐতিহ্য,  নেই তেমনটা আর।
হারিয়ে যাচ্ছে সে'সব দিন,  কৃত্রিমতার ভিড়ে,
ধীরে ধীরে বিলীন হচ্ছে, আধুনিক জীবন ঘিরে।