খোশ আমদেদ মাহে রমজান!
এই বুঝি শুরু হলো
এই দেখি শেষ,
দু'দিন পর শুরু হবে ঈদ সমাবেশ।
কত মন কত জন যাবে
ধরণীর বুক ছেড়ে,
বরকতময় রমজান বছর ঘুরে, আর পাবে না ফিরে।


হাজার রজনীর শ্রেষ্ঠ
ক্বদরও বুঝি গেলো,
দুই কাঁধের দুই মুহুরী হিসাব কষছে কে কি পেলো।
সারি সারি খাবার দোকান
রাখা হয়েছে খোলা,
সারাদিন ধরে, ভূড়িভোজ করে, সামনে পর্দা ঝোলা।


হিসাব হবে আনা আনা
কেউ পাবে না ছাড়,
শ্বাস বন্ধ হলে, দাঁড়াবে চোখের জলে, সুযোগ পাবে না আর,
দেখতে পাবে শেষ বিচারের সেই দরবার।