ঝুমঝুমাঝুম বৃষ্টি নেমে সৃষ্টি হলো যে কাদা,
পা বাড়ালেই বিপদ আছে, তা বুঝে না কোন গাধা?
            হেঁটে গেলে দেবে যায়
            অনেক নিচে মাটি পায়
জামাকাপড় কাদায় মেখে এখন হলো সব সাদা।


কাদামাটির মানুষ মোরা কাদা থেকেই যার সৃষ্টি,
কাদাজল গভীর হলেও সেই কাদাতে তার দৃষ্টি।
            মনে যখন সায় দেয়
            তাকে টেনে কাছে নেয়
মনের ইচ্ছা পূরণ করে সায় না দিলেও তার কৃষ্টি।


ভাবছে সেজন কৃষ্টি বাদে একবার না হয় কষ্ট হোক,
কাদায় নামা কাদায় মাখা দেখছে যারা সব দেখুক।
            তাতে কোন লজ্জা নাই
            যতো শখ মিটিয়ে যাই
একবার না হয় শখে শখেই মনের ভেতর তা থাকুক।


যতোই থাকো দালানকোঠায় ইট পাথরে সব বসে,
মনের শখটা পূর্ণ হবে এ সুযোগটা কম আসে।
            বাংলা মায়ের এই মাটি
           সোনার চেয়ে তা খাঁটি
বাংলা মায়ের মাটির জন্য ভালোবাসা রোজ আসে।


একবার না হয় গাধাই হলাম, মনের শখ সব পূরণ,
সাহস নিয়ে বাঁচার জন্য জানা থাকবে সব ধরণ।
            মনে যদি সুখটা আসে
            সকল দুঃখ জলে ভাসে
কাদায় নামার এই ইচ্ছাটা বাকি রাখার কি কারণ?


মনের ইচ্ছা গোপন রাখবে পড়ে থাকবে সব ফাঁকা,
কিভাবে তা পূরণ করবে এমন ছবি নেই আঁকা।
            কত ইচ্ছাই মিটে গেলো
            এটাও এবার পূর্ণ হলো
অনেক দাম শখের তোলার, তোলার দাম লাখ টাকা।