সারা জগৎ স্বপ্নে বিভোর, কার স্বপ্ন নাই ?
নিজ স্বপ্ন বাগে আনতে, পরের গীবত গাই।
ধনী গরীব সবাই করে, স্বপ্ন নিয়ে খেলা,
দু'চোখ ভরা স্বপ্ন নিয়েই, কাটে সবার বেলা।
ধনী চায় আরো ধন, স্বপ্নে উড়ে আশা,
গরীব চায় ধনী হতে, সাথে ভালোবাসা ।


রাখাল চায় গরু মহিষ, বাশুরিয়ার বাঁশি,
জেলে বলে সাগর জলে, মাছ ধরে আসি।
বেপারী চায় নৌকা কিনতে, শিশু চায় সাজ,
পাত্র চায় ভালো পাত্রী, দিয়ে মাথার তাজ ।
ডাক্তার চায় রোগী বারুক, ফকির চায় ঘর,
স্বজন কুজন খুঁজে দেখো, সবাই স্বার্থপর ।


কৃষক চায় ভালো ফসল, বয়াতি চায় বেহালা,
প্রেমিক চায় প্রেমিকাকে, লাগুক মনে দোলা।
মাছেরা চায় অধিক জল, জেলে চায় জাল,
মাছ শিকারী খুঁজে ফিরে, মাছ ধরার খাল ।
দারোগা খুঁজে অপরাধী, উকিল চায় আসামি,
অপরাধী এড়িয়ে চলে, করতে চায় না বোকামি।


কাঠমিস্ত্রি গাছ খুঁজে, বন জঙ্গলে যায়,
ভালো গাছ কিনে আনে, যেখান থেকে পায় ।
মুচি খুঁজে ছেঁড়া জুতা, পাখি খুঁজে ফল,
ডাকাতিকালে ডাকাত বলে, আর কি আছে বল।
যার স্বপ্ন তার সাথে, এটা নিয়েই খেলে,
স্বার্থ হাসিল করার পর, যাচ্ছে তাকে ফেলে।


যার যেমন স্বপ্ন থাকে, যাবে অনেক দূর,
স্বপ্ন চূড়ায় ঘুরে বেড়ায়, দিবানিশি ভোর ।
ধোঁকাবাজ ধোঁকা দেয়, হয় না যেনো শেষ,
নতুন আরো ফন্দি আঁটে, ধরে অন্য বেশ ।
সারাজীবন স্বপ্ন দেখে, মনটা করে ছারখার,
বুঝ থাকলেও কেউ বুঝে না, স্বপ্ন নিরাকার।