খিটখিটে মেজাজ হলে উদ্ভট কথা বলে
শুনে হাসি পায়।  কেউ বুঝেনা মাথামুণ্ডু
না বুঝেও কান্দুরান্দু, যারা থাকে বেলের নেশায়
বেল তলাতে যায়; যখন ক্ষিদে পায়।
চ্যালা চামচা অনেক আছে, তার ছিটানো ভাতে বাঁচে,
তাদের কথা মনে আছে, মনে থাকা চাই।
ভালো বলুক মন্দ বলুক, মন্দ বলে গন্ধ টোকাক
সমর্থনটা চাই; একথা সবাই জানে মনে মনে সবার
প্রাণে, তার লোক ওরাও জানে, বাজে হলেও
তারেই মানে, ওরা ভাই ভাই।


বাজে লোকের দল বড়, হলেও তা নড়বড় ভাবটা
এমন সবাই করো, না পারলে নাই পারো,
পেছন থেকে টেনে ধরো, যে যেটুকু ধরতে পারো
সাথে থাকা চাই। তা নাহলে বিপদ আছে,
দেখে চলো আপদ কাছে, দল না
থাকলে কি দাম আছে ভাবটা ধরে তাই।
ভালো লোক সামনে গেলে ঢিল ছুড়ে সমান তালে,
ঢিলের উপর কিল খেলে যদি ডাকে ভাই।


এমন আশা ওরা করে, সুযোগ বুঝে ঘাড়ে চড়ে
ঝোঁপ বুঝে কোপ মেরে বড় দল চাই, অতি আশা
জলে ভাসা, সোনা ছেড়ে তামা কাসা শেষে
হাতে পায়। সময় হলে কেউ থাকেনা, সম্পর্ক আর
কেউ রাখেনা যখন বুঝে যায়;


থাকে যদি এমন স্বভাব ছুড়ে ফেলো দূরে,
খিটখিটে মেজাজ ছেড়ে গলার স্বর ভারি করে
তোমার চেয়ে যে ভালো, যার কথায় আছে আলো,
তার সাথে কথা বলো চালাও নিজ রথ।


সভ্য সমাজ, রাষ্ট্র গঠনে, গঠনমূলক সংগঠনে
যোগ দাও আনমনে ভালো লোকের সাথী হয়ে
ঐ জীবনের মোড় ঘুরে ভালোটাকে সাথী করে
মাটি ছুঁয়ে নতুন করে, করে নাও শপথ।