ভালোবাসা কাজে দাও মজে নিজ কাজে,
মানবতা তুলে ধরো তার ভাঁজে ভাঁজে।
যারা আসে দলে দলে
তারা যেনো ভালো বলে
ষোলোকলা পূর্ণ হলে ভ্রান্তি মরে লাজে।


শুদ্ধ কাজে মনোযোগে ভালোবাসা জাগে,
মুক্ত চিন্তা পোক্ত হবে ব্যক্ত অনুরাগে।
চিন্তা করে কাজ করো
মধ্যপন্থা তুলে ধরো
মুক্ত বুদ্ধি শুদ্ধ করো রাখো মধ্যভাগে।


কাজকর্ম শুদ্ধ হলে ফুলশয্যা ডাকে,
সমাজের ভালো কাজে জনস্বার্থ থাকে।
জনস্বার্থে মানবতা
দূর করে বিষন্নতা
ছিন্ন হয় অস্থিরতা কাজের বাঁকে বাঁকে।


ভালো কাজে দেয় দোল মনে শান্তি আসে,
চাল চলন শান্ত হলে লোকে ভালোবাসে।
লোকে যাকে ভালো বলে
ছুটে আসে দলে দলে
পরস্বার্থে কাজ হলে সবাই কাছে আসে।


মন দিয়ে কাজ করো পর সুখ চাও,
যার সাথে কাজ করো তাকে বলে দাও।
চেয়ে চিন্তে যারা বাঁচে
তুমি থাকো কাছে কাছে
জনমদুখী যারা আছে কাছে ডেকে নাও।


কর্ম নাই যার হাতে শান্ত দেখা যায়,
কাজ খুঁজে ক্ষিদে পেলে আদা জল খায়।
অনটনে ভাতে মাছে
কোনো মতে বেঁচে আছে
তারাও তো পরের কাছে ভালোবাসা চায়।


কাজ থেকে ছুড়ে ফেলো সব মিথ্যাচার,
সব কাজে শুদ্ধাচার, এটা যার যার।
লোকে দেখে মৃদু হাসে
দেশে থেকেও পরবাসে
যতোদিন না ফিরে আসে কাজে শুদ্ধাচার।