মুমিন বান্দা সৎ উদ্দেশ্যে, সিয়াম পালন করে,
পানাহার সব বন্ধ রেখে, মনের খুশবু ধরে ।
পাপ-পুণ্য মাথায় রেখেই, কথা বলতে চায়,
মন্দ ছেড়ে ভালো কথায়, অনেক শান্তি পায়।
চোখের দৃষ্টি মুখের বুলি, পুণ্যের দিকে ফিরে,
মৃত্যু চিন্তা মাথায় আসে, কবরমুখী ঘুরে।


আঁকাবাঁকা জীবনবোধ, সিয়ামে হয় সোজা,
সোজা পথ সবাই ধরে, নামায় পাপের বোঝা।
পুণ্যের আাশায় সবাই করে, অকাতরে দান,
হিংসা-বিদ্বেষ ছেড়ে শুনে, নামাজের আযান।
পরকালের শাস্তির কথা, বেশি বেশি ভাবে,
সে চিন্তাই মাথায় থাকে, কবরে কি যাবে?


গায়ের জোর কমে যায়, সিয়াম সাধনায়,
মনের জোর অনেক বাড়ে, পবিত্রতা পায়।
সারা বছর কি করেছে, হৃদয় মাঝে বাজে,
অধিক পুণ্য নেয়ার জন্য, মনের দুয়ার সাজে।
সৃষ্টির ভয় বেশী জাগে, ক্ষমা ভিক্ষা করে,
সব কালিমা ঝেড়েঝুড়ে, উঁচুতে হাত ধরে।


সারাদিনের ভাবনা চিন্তায়, শান্তির হাওয়া মনে,
পুণ্যমুখী চিন্তা ভাবনা, চিন্তা ক্ষণে ক্ষণে ।
বন্দেগিতে লিপ্ত হয়, অধিক তাড়াতাড়ি,
মনের দুয়ার খুুলে করে, নিজের ইমান ভারি।
মুমিন বান্দা জেগে থাকে, পাপের পিছু ছেড়ে,
সৎ কাজে আঁকড়ে থাকে, শান্তির রাস্তা ধরে।


ভালো কাজের ভালো ফল, এটা সবাই জানে,
কাজের ফল ভোগ করে, যতটুকু সে মানে।
সিয়াম খুলে অনন্তর দুয়ার, দেয় মুমিন সাড়া,
নিজের ইমান পূর্ণ করে আলোর পথ দ্বারা।
সৎ চিন্তা মাথায় নিয়ে, আমরা তাকে খুঁজি,
সিয়াম যখন দোরগোড়ায়, বাড়িয়ে নিই পুঁজি।