একচল্লিশে উন্নত দেশ আমার জন্মভূমি,
জীবনযাপন হবে মধুর গড়বো আমি তুমি।
নিত্য নতুন সকল কাজে প্রযুক্তিতে ভরছে,
গড়ে উঠছে সোনার দেশ স্মার্ট যুগে লড়ছে।


জনসংখ্যা যতো বাড়ছে ততো জ্ঞানী গুণী,
যুগের সাথে পাল্লা দিয়েই নতুন স্বপ্ন বুনি।
বাড়ছে মানুষ বাড়ছে আশা গড়ছে কারিগর,
পাল্লা দিয়েই উন্নত দেশ হবে দু'দিন পর।


দেশ গড়তে জাতির পিতার যতো স্বপ্ন ছিলো,
সোনার বাংলা ডাক দিয়ে স্বাধীন করে গেলো।
মনের আশা পূরণ করতে লড়ছে গোটা জাতি,
জীবনযাত্রা স্মার্ট করতে স্বপ্নের মালা গাঁথি।


পদ্মাসেতুর বাস্তবায়ন দেশের টাকায় করে,
বিশ্বভুবন তাক লাগিয়ে নতুন রেকর্ড গড়ে।
কর্ণফুলীর পাতাল পথ পাকা রাস্তায় মোড়া,
টানেল দিয়ে চলবে সদা তেলের গাড়িঘোড়া।


যানজটের সব নগরী ফ্লাইওভারে ছেয়ে,
যানজটটা মুক্ত করতে উঠছে ধেয়ে ধেয়ে।
কৃষিখাতে কৃষক পাচ্ছে যন্ত্রপাতির ছোঁয়া,
চার্জের গাড়ি চালু করে কমছে কালো ধোঁয়া।


নতুন করে স্মার্ট যুগে ঢুকেই হাঁটা দিলো,
প্রবেশ করে মেট্রোরেলে যুগ পাল্টে গেলো।
মেট্রোরেলের উদ্বোধনটা জমে উঠলো বেশ,
পর্যায়ক্রমে গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।