ঈদের খুশি সবাই নেবে পশু কেনায় ছুটে,
ঈদে যেনো সবার মনে হাসনাহেনা ফুটে।
খুশির দিনে কারো প্রতি কেউ না করি জিদ,
ঈদ আনন্দ ভাগাভাগি করাই আসল ঈদ।
আছে যতো গরীব দুঃখী আপন করে নেই,
সাধ্য মতো গোশত পোলাও যে যা পারি দেই।


ঈদের সময় কোলাকুলি কেউ করে না মানা,
মনের ক্ষোভ ঝেড়ে ফেলবো আছে সবার জানা।
মনের মাঝে কুটিলতায় ঈদ আনন্দ নাই,
আছে যার মনের ক্ষোভ পেছন ফেলে যাই।
অহংকারে মনের সুখ কেমন করে পাবো?
সব অহংকার ঝেড়ে ফলে সবার কাছে যাবো।


গরীব দুঃখী নাই ভেদাভেদ ধারণ করি মনে,
সবাই যেনো সদাচরণ করি তাদের সনে।
সব স্তরের সব মানুষ সকল প্রতিবেশী,
একে একে এগিয়ে যাই সবার সাথে মিশি।
বছর ঘুরে প্রতি বছর এমন ঈদ আসে,
যতো আছে পাড়া পড়শী সুখ আনন্দে ভাসে।


প্রতিবেশী নিকটজন সবার হক আছে,
কোরবানির গোশত নিয়ে যাবো সবার কাছে।
পশুটাকে জবাই করে সমবণ্টন করো,
সাধ্য মতো বিলিয়ে দাও সরল পথ ধরো।
প্রতিবেশি নিঃস্বজনরা সবাই যেনো পায়,
মনে রেখো এমনটাতেই সৃষ্টিকর্তার সায়।


কোরবানির ঐ খুশিটাকে সবাই মনে রাখি,
আপন পর ভালোবেসে সারা বছর থাকি।
প্রতি বছর ঈদ আসলে মহব্বতটা জাগে,
ছোট ঠুনকো ঝামেলায় ভরিয়ে দেয় রাগে।
নিচু মনের এসব থেকে বেরিয়ে যেনো আসি,
আছে যতো আপন পর সবাই ভালোবাসি।