তেত্রিশ বছর পেরিয়ে আজ নিজের আঙ্গিনায়,
প্রিয় ক্যাম্পাস হৃদয় কোণে যেমন শোভা পায়।
সকাল সাঁঝে হৃদয় মাঝে জাগিয়ে তুলে আাশা,
ভরসা যখন বিদ্যাপিঠেই, জাগছে ভালোবাসা।


গেন্দা ফুলের ঘ্রাণে মুখর জ্ঞানের চারণ ভূমি,
এখন শুধুই স্মৃতির পাতায় বন্ধু সুজন রুমী।
পড়ার ক্লাসে এই ক্যাম্পাসে কতো দুপুর গেলো,
দীপ্ত শোভায় কর্ম জীবন হিসেব বুঝে পেলো।


কলেজ ক্যাম্পাস ফাঁকা নেই চলে ধারাবাহিক,
ছাত্র-ছাত্রীর ঢেউয়ের মাঝে নীরব পথিকৃত।
কলেজ মাঠে ক্রিকেট বল ছুটছে সীনানায়,
দৃঢ় হাতে ব্যাটসম্যানেরা ব্যাট চালিয়ে যায়।


পূর্ব পাশে রোভার স্কাউটস্ মাঠ গরম করছে,
ঠায় দাঁড়িয়ে আমার মনে স্মৃতির পাতা ঝরছে।
বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে করছে আনাগোনা,
ছাত্র-ছাত্রীর ক্লাসের সূচী তাদের জানাশোনা।


মুক্ত প্রাঙ্গণ যুক্ত করেই বাড়ছে উন্নয়ন,
কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী করছে পদ্মাসন।
ফুটবল নিয়ে পশ্চিম মাঠে চলছে  হৈচৈ,
পায়ের শটে উড়াল দিয়ে বলটা গেলো কই?


অতীত স্মৃতির কেতন উড়ে মনটা ছন্নছাড়া,
নিজের কাজে ব্যস্ত এখন ক্লাসের বন্ধু যারা।
মনটা বলছে আমার জন্য সময় এখন ভ্রান্ত,
কলেজ ক্যাম্পাস পূর্ণ যৌবন সবই অতিক্রান্ত।