স্বপ্নডাঙ্গায় পদ্মাসেতু দেশের টাকায় হলো,
বীর বাঙ্গালী গর্ব করেই জয়বাংলা বলো।
           যারা ছিলো বিরোধিতায়
           এখন তারা শরম পায়
জোর গলায় তাদের বলি তৃপ্তির ঢেঁকুর গিলো।


পদ্মাসেতু প্রমাণ করে সরকারের মাপকাঠি,
সরকারের সততাটাই উন্নয়নের চাবিকাঠি।
           জনস্বার্থ মাথায় নিয়ে
           সততা ও শ্রম দিয়ে
উন্নয়নে ভরে উঠছে বাংলা মায়ের মাটি।


সোনার বাংলা গড়ে উঠা আর কিছুটা বাকি,
মেট্রোরেলে এগিয়ে যাবে সে অপেক্ষায় থাকি।
           উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে
           সোনার বাংলার সুবাস পাচ্ছে
আর ক'টাদিন সবুর করে বুকেই চেপে রাখি।

পদ্মাসেতু ঠায় দাঁড়িয়ে দেখালো যে ঝলক,
বঙ্গবন্ধুর সোনার বাংলার এটা মাইলফলক ।
           উন্নয়নের সোপান হয়ে
           তৈরি হচ্ছে দ্রুতালয়ে
সকল আশাই পূর্ণ করবে সফল উড়াল সড়ক।


দুই তলা পদ্মাসেতুর নিচ তলাতে রেলগাড়ি,
উপর তলায় দ্রুতগামী যানবাহনের সারি।
           ফেরি ঘাটে দ্রুত ছুটে
           গাদাগাদি করে উঠে
ঈদ উৎসবে আর হবে না ফেরির কাড়াকাড়ি।


খরস্রোতার স্রোতের ভয়ে মানুষ ছিলো ভীতু,
স্বপ্নডাঙ্গায় সেতু হয়ে সে ভয় এখন থিতু।
           বহু মানুষ রোজ আসে
           পদ্মাসেতুর রূপে ভাসে
পদ্মার রূপ বাড়িয়ে দিলো স্বপ্নের পদ্মাসেতু।