চোর ব্যস্ত চুরির কাজে, মুসল্লি তাঁর নামাজে,
অফিস পাড়ায় কর্মী ব্যস্ত, নেতা ব্যস্ত সমাজে।
নিজ কাজে ব্যস্ত শ্রমিক, দোকানী তার দোকানে,
গরু কাটায় কসাই ব্যস্ত, কাটে গরু যেখানে।
যে যাঁর কাজে ব্যস্ত থাক, কর্মে আস্থা রাখ,
সৎ কর্মে আস্থা রেখেই, সৎ পথে থাক ।

অসৎ কর্মে নিষেধ কর, নিজেও থাক বিরত,
ধ্বংস আনে অসৎ কর্ম, এটাই হয় কার্যত ।
মন্দ কাজ নীরব শত্রু, ধ্বংসস্তুপেই ঠিকানা,
কি হবে তার কাজের ফল, কারোই নয় অজানা।
জেনেশুনে কেনো করে, তবুও মন্দ কাজ,
বিবেক বুদ্ধি না খাটিয়ে, এটাই হচ্ছে আজ ।


নিজে বাঁচো দেশ বাঁচাও, আঁকড়ে ধরো সত্যি,
অসৎ কর্ম নষ্ট করে,  স্বাধীন দেশের ভিত্তি ।
নিজে যখন সৎ হবে, সুখের দেখা পাবে,
কাজে কর্মে অসৎ হলে, রসাতলে যাবে ।
ভালো কাজে সংসারে সুখ, সংসার ধর্ম বড়,
ভালো কাজ করে করে, সুন্দর দেশ গড় ।


জগৎ জুড়ে লোক সমাজে, কাজেই পরিচয়,
কাজ কর্মে সৎ না হলে, লোকে মন্দ কয় ।
ধরা পড়লে চোর ডাকাতের, পায়ে ডাণ্ডা বেড়ি,
দিন দুপুরে সবাই দেখে, কোমরে বাঁধা দড়ি ।
তবে কেনো জেনেশুনে,  মন্দ কাজ করো ?
অর্থকড়ির লোভে পড়ে, অসৎ পথ ধরো ।

সৎ পথে কাজ করো, সাথে প্রভুভক্তি,
সকল কাজের বিচার হবে, সৃষ্টিকর্তার উক্তি।
মৃত্যুর পরেও পাইপাই,  হিসাব দিয়ে যাবে,
যেমন কর্ম তেমন ফল, সঠিক বুঝে পাবে ।
অসৎ কর্মে সংসার ভাঙ্গে, টিকে না কোন যুক্তি,
বিবেক বুদ্ধি খাটিয়ে দেখো, সৎ কর্মেই মুক্তি ।