রাগ ঝেরে টাক হলো রাগ ক্ষোভ ছাড়ো,
লাভ নাই জেনেশুনে কেনো রাগ ঝাড়ো?
যে রাগটা মূল্য ছাড়া ভিত্তিহীন রত্তি,
তা দিয়ে করতে চাও মিথ্যাটাকে সত্যি।


মাপ ছাড়া কথা বলে করো তুলোধুনো,
তার জন্য গালি খাও বাজে কথা শুনো।
প্রয়োজন ছাড়া যতো কথা বলে যাও,
খাটি মনে ঘেটে দেখো পিছে গালি খাও।


মুখ থেকে যতো বেশি বাজে কথা ঝরে,
কি বলছো ভেবে দেখো যৎসামান্য পরে।
গলা ছেড়ে বেশি কথা বলো যারে যারে,
অত্যাচারী ভেবে নেয় সেই মিথ্যাচারে।


বেশি বলে সত্য মিথ্যা এক ঘাটে মিশে,
পাশে থাকা মিথ্যা বুলি সত্যটাকে পিষে।
লাগাতার সত্য মিথ্যায় মুখে খই ফুটে,
লোকে সেই কথা থেকে হাসি রঙ লুটে।


মিথ্যাচারী নিজ গুণে মিথ্যাচার করে,
নিজ হাতে মানবতার গলা টিপে ধরে।
বলে যায় বাজে কথা করে ছয়নয়,
বাজে কথায় মানবতা ধূলিসাৎ হয়।


দিয়ে যাচ্ছো বৃথা শ্রম অন্তঃসার শূন্য,
ধ্বংসস্তূপ চেয়ে আছে মিথ্যা বুলির জন্য।
এখনো সময় আছে এটা ভেবে দেখো,
মিথ্যা বুলি বন্ধ করে সত্য বুলি শেখো।