হৈ-হুল্লোড় করে চলো তুলো কলরব,
হৃদয় কোণে জিদ পুষে বাদ অন্যসব।
জলজ্যান্ত মিথ্যা বলার আস্ত কারিগর,
ভালো কাজে যেতে দেখে বল যাযাবর।


শুভ কাজ দেখে ভাবো সব মন্ত্রতন্ত্র,
অন্ধ হয়ে মন্দ বলো করো ষড়যন্ত্র।
হাতি দেখে মশা ভাবো বিরক্তিতে চাও,
বাজে বকে ডান বাম এক করে দাও।


সাদা জল ঘোলা করো মন্দ পথ ধরো,
গলি পথে অলি সেজে ফিসফিস করো।
মন আগুনে জ্বলে পুড়ে মন পুড়ে কাঠ,
নিজ মাথায় দিয়ে যাও বাবুপুরা ছাট।


পাতে তুলে খেতে চাও মন ভরা সুখ,
সাঁতার জল দেখে বলো মাত্র এক বুক।
দই মধু একসাথে ঘেটে করো আঁটি,
পরের সুখ নষ্ট করে নাও ভিটেমাটি।


সাধু সুফি এক করে মন্দ বলে যাও,
বিনা দোষে মন্দ বলে কি মজাটা পাও?
চড় কষে বলে উঠো ভালো থেকো যেনো,
গায়ে পড়ে ক্ষতি করো, তুমি এমন কেনো?


সুপ্ত পথ রপ্ত করো অনুতপ্ত হও,
পর ধনে মই নয়, কাটা গায়ে সও।
পাপ ধুয়ে সাফ করে ভালো হয়ে মরো,
পরপারে সুখ পেতে সোজা পথ ধরো।