সুখের বাড়ি কত দূর এটা মনের বিষয়,
পা মাড়িয়ে খুঁজতে থাকে সারা বিশ্বময়।
মাটির ঘরে শুয়ে থেকে
আকাশ পানে দৃষ্টি রেখে
মনের কোণে স্বপ্ন দেখে করবে বিশ্বজয়।


চোখের দৃষ্টি ছোট করে সুখের বাড়ি পাবে,
খুঁজে পাবে মনের সুখ যতো ইচ্ছা চাবে।
ঢিমেতালে সুখটা চলে
মনের কাছে লোকে বলে
দৃষ্টিসীমা সুদূর হলে কেমন করে যাবে ?


সুখের বাড়ি অতি কাছে খুঁজতে হবে নিচে,
সুখটা থাকে কাছাকাছি একটু আগে পিছে।
ঘুমের ঘোরে স্বপ্ন খেলে
অনেক দূরে দৃষ্টি মেলে
উপর তলায় দৃষ্টি গেলে শুধুই হাওয়া সিঁচে ।


প্রতিবেশীর কষ্ট দেখে যাও না তার কাছে,
তোমার চেয়ে কষ্টে আছে কমতে দিলে বাঁচে।
সময় যাচ্ছে কোন ধাঁচে
কষ্ট তাদের ভাতেমাছে
গিয়ে দেখো তাদের কাছে তোমার সুখ আছে।


তুমি যদি দেখতে যাও প্রতিবেশীর কষ্ট,
সারাজীবন কষ্টে থেকেও হয় না পথভ্রষ্ট।
কেউ খুঁজে না হারাধন
লেগেই আছে অনটন
সুখের খোঁজে দেহ মন কেনো করছো নষ্ট ?


তাকে দেখে ভাবতে পারো কষ্ট তোমার কম,
সুখের জন্য মনের গরজ হবেই উপশম।
উচ্চাশাটা আছে ঘিরে
তাদের কষ্টে দৃষ্টি ফিরে
সুখের বাড়ির দ্বন্দ্ব ছেড়ে ছন্দে ফেলো দম।