আমাদের আছে এক সুন্দর গ্রাম,
দেশ জুড়ে লোকমুখে আছে তার নাম।
শহরের কোল থেকে নয় বেশি দূর,
সুধামনে যেতে পারো সোমনাথপুর,
সারি সারি তালগাছ ছোট এক নদী,
নায়ে চরে কত লোক চলে নিরবধি।
দুই ধারে সমতল ফসলের মাঠ,
কেউ গড়ে ধান ক্ষেত কেউ করে পাট।
গ্রামে নেই ইমারত আছে কুঁড়ে ঘর,
ভরে উঠে ধুলাবালি তবু সুন্দর।
মাটির দেয়াল আর খড়ে ঠাঁসা ছানি,
সুখী তারা মুখে রাখে বিধাতার বাণী।
গাছপালা ভরা আছে ফুল আর ফল,
কড়া রোদে ছায়া দেখে মানুষের ঢল।
বিশ্রাম নিতে এসে কোলাহল উঠে,
অতঃপর দলবেঁধে কাজ নিয়ে ছুটে।
ঠায় খাড়া তালগাছ মাঝ খানে বাড়ি,
পথ নেই কাঁচা পাকা নেই কোন গাড়ি।
মাঝি ভাই এসে থামে এ গাঁয়ের পাশে,
যাত্রীরা ছুটে এসেই উঠে উচ্ছাসে।
রাত শেষে ভোর আনে ঝলমলে রবি,
ফসলের মাঠে আছে হৃদয়ের ছবি।
একবার যদি পারো এসে দেখে যাও,
এ গাঁয়ের কোল থেকে আনন্দ নাও।