সাগর জলে উঠে পাল ইলিশ ঝাঁকে ঝাঁকে,
ঝলমল করে নেচে উঠে জালের বাঁকে বাঁকে।
          তাজা তাজা ইলিশ দেখে
          পাটাতনে ছড়িয়ে রেখে
গভীর জলে ছেড়ে জাল সাগর জল ছাঁকে।


ইলিশ দেখে ফুটে উঠে জেলের মুখে হাসি,
মাছ ধরে ট্রলার ভরে খুশি রাশি রাশি।
          গভীর জলে টানে জাল
          মাছের ভারে রাখে তাল
ঝাঁকে ঝাঁকে ইলিশ তুলে হাসি অবিনাশী।


জেলে পল্লী মহা ব্যস্ত ইলিশ কাঁড়ি কাঁড়ি,
আমদানিটা বেড়ে গেলো পূর্ব হিসাব ছাড়ি।
          ত্রাণ নিয়েই বেঁচে ছিলো
          হঠাৎ যেনো প্রাণ পেলো
মাছ নিতে পাইকার এসে করছে পাড়াপাড়ি।


ট্রলার ভরা মাছ নিয়ে যখন ফিরে তীরে,
দলে দলে পাইকার এসে ট্রলারখানি ঘিরে।
          আড়তদাররা দাম হাঁকে
          পাইকার তখন ঘিরে থাকে
যে পাইকার বেশি ডাকে মাছ নিয়ে ফিরে।


আড়ত থেকে কিনে এনে মাছ বাজারে তুলে,
ইলিশ কেনে বাজার দেখে ক্রেতারা মন খুলে।
          বাজার দেখে ঘুরে ঘুরে
          ইলিশ কিনে ব্যাগ ভরে
দোকান থেকে কেনা মাছ ক্রেতার হাতে ঝুলে।


ইলিশ কিনে দাম দিয়ে যখন হাতে পায়,
উতালা হয়ে বারবার ব্যাগের দিকে চায়।
          ইলিশ নিয়ে বাড়ি ফিরে
          কতো সাধ ইলিশ ঘিরে
তাজা ইলিশ ভাজা খাবে ভেবে পরাণ যায়।