কেউ বলে টাক মাথা, কেউ বলে বেল,
চুল ছাড়া খালি মাথা, দেখায় তেল তেল।
কেউ করে মাথা টাক, নিজে ইচ্ছে করে,
কারো মাথার  ঘন  চুল, খুশকির জন্যে ঝরে।
ঘন  চুল ঝরে ঝরে, কারো মাথা টাক,
কেউবা করে শখের বশে, খালি চামড়া থাক।


করে টাক ঘরে ঘরে, করোনায় হিরিক পড়ে,
মাথার টাক নিজে করে, করে নিজের ঘরে ।
সেলুন থেকে থাকে দূরে, ভয় তার করোনারে,
সেলুনওয়ালা  বেকার ঘুরে, অর্থাভাবে ঘুঘু চড়ে।


ভালো ভাবে  টাক করলে, বেশি  দিন যাবে,
লাগবে মাথায় হাওয়া বাতাস, অনেক আরাম পাবে।
টাক মাথা বেলের মত, দেখতে লাগবে ভালো,
চুল ছাড়া খালি চামড়া, পাবে রোদের আলো ।
কম খরচে বেশি আরাম, সবাই নিতে চায়,
সেলুন ওয়ালার মাথায় হাত, সে যে নিরুপায় ।


করোনা এখন কমে গেছে, ভয়ের কিছু নাই,
ভয় ডর কমে যাওয়ায়, সবাই শান্তি পাই ।
চালু করছে  চুল কাটা, সেলুন ওয়ালা ভাই,
জীবন বাঁচুক সেলুন ওয়ালার,চলো সবাই যাই।


০১/১২/২০২০ ( সময়ের  প্রেক্ষাপটে রচিত)