দুনিয়াটাই কেমন জানি, অগ্নিঝরা পাতা,
বড় বড় দালানকোঠা, ইটের উপর গাঁথা।
কারো মনে ধৈর্য নেই, সয়না কারো কথা,
লক্ষ লোকেও দেখা যায় না, কেউ কারো মিতা,
দু'দিন আগের পিচ্চি পোলাও, কথা বলে যা তা,
স্নেহের সুরে ডেকে মরলেও, পায় না সহায়তা।


ছাত্র-শিক্ষক উঠা-বসায়, হারালো ভয় ভীতি,
টাকা থাকলেই সম্মান পায়, চলছে এমন নীতি।
কলি কালে মুচির ঘরেও, অনেক টাকা থাকে,
টাকার গরম গায়ে সয়না, পকেট ভরে রাখে ।
টাকা যার শক্তি তার, জগৎ জুড়েই পাই,
মানী লোকের সম্মানবোধ, জগতে আর নাই ।


পোনা মাছও ধাক্কা মারে, বড় মাছের মাথায়,
বড় মাছ নীরব দেখে, পোনায় এসে গুঁতায় ।
চুরির জামা গায়ে দিলেও, এটাই মানুষ দেখে,
ঘেঁটেঘুঁটে কেউ খুঁজে না, ভেতরে কি থাকে ।
পরের মাল মেরেধুরে, বড় হওয়া চাই,
পকেট ভর্তি অর্থ ছাড়া, সম্মানবোধ নাই ।


ভাবটা এখন এমন দেখি, হাওয়ায় উড়ে যায়,
কামার কুমার সবাই অস্থির, তারাও টাকা চায়।
সবাই চলে টাকার পিছে, জীবন দিয়ে ঘুরছে,
জীবন যৌবন চলে গেলো, তবু সবাই উড়ছে ।
আত্মীয়তা স্নেহের বন্ধন, টাকায় নষ্ট করছে,
বস্তা ভর্তি টাকার জন্য, অসৎ পথে লড়ছে ।


শিক্ষার নামে বিদেশে গিয়ে, টাকার পিছে ছুটে,
উচ্চ শিক্ষা মুখেই শুধু,  কাজে মেতে উঠছে ।
সৎ অসৎ যেভাবেই হউক, টাকা হাতে চায়,
দেখতে পাবে ভাবটা এমন, টাকাই গিলে খায় ।
করছে সবাই টাকা কামাই, ছেড়ে লজ্জা শরম,
সম্মানী লোক পাড়িয়ে যায়, দেখায় টাকার গরম।