ছোট বেলায় পড়েছি,
"তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে"।
কথা সত্য; কিন্তু ব্যতিক্রমও আছে ।
তাই এখানে বলতে হচ্ছে--
পুকুর পাড়ের তাল গাছ, গাছের গোড়া স্থলে;
সামনের দিকে বাঁক খেয়ে সে, গোসল করে জলে।


তালগাছ তখন গর্ব করে বলে--
পুকুর জলের মাছগুলো সব চলে দলে দলে,
দুপুর রোদে জড়ো হয় আমার ছায়া তলে।
ছায়া ছাড়া কি দেবো তাই, ভেবে না পাই,
বলি দাঁড়া দেখি তোরা,
আমার কাছে আর কিছু নাই, নিয়ে যা তাল জোড়া।