টান থাকলে মান বাড়ে ভালোবাসা হয়,
হৃদয়মুখী টান থেকেই হয় প্রেমে জয়।
প্রাণ বন্ধুর ক্রম ক্রন্দন
প্রেমে পড়ে ফুল চন্দন
মানব প্রেমের এই বন্ধন দেখি বিশ্বময়।


বন্ধু যখন কাছে থাকে প্রেমে টান কমে,
মনের ভেতর বিরহটা দূরে গেলে জমে।
ভালোবাসা যার সাথে
প্রেমের টান বুঝে নিতে
মনের কথা বলে দিতে চায় দমে দমে।


প্রেমের নায়ে চড়ে বন্ধু মনে দিলো হানা,
এই ভাবনা পেয়ে বসে বন্ধ খানা-দানা।
খানা-দানায় মন ভরে না
কারো কথাই সহ্য হয় না
কাছে এসে কেউ বলে না স্বপ্ন দেখা মানা।


বন্ধু ছাড়া ঘুম আসে না মনে পিড়া বাড়ে,
কাছে থাকা বন্ধুর ছবি দেখে বারে বারে।
তার মতো বন্ধু হয় না
ভালোবেসে ডাকে ময়না
মনে ব্যথা প্রাণে সয় না প্রেমের বোঝা ঘাড়ে।


দূরে থেকে বুঝতে পারে বন্ধু জানের জান,
রাত দুপুরে জেগে থাকে ভালোবাসায় প্রাণ।
রাত্রি শেষে স্বপ্ন গুঁজে
মনের কষ্টে চোখ বুজে
হৃদয় কোণে প্রেম খুঁজে বুঝে প্রেমের টান।