গুনগুন সুর উঠা মন ভরে গানে,
ঝলমলে আলো আর তারকার টানে।
অনন্য সুখে মন আকাশেই ভাসে,
উড়ু মন ঠাঁই নেয় তারকার পাশে।

ছায়াপথে ফুটে উঠে ঝলমলে রূপ,
তারকার চাহনিতে আঁধারটা চুপ।
মেঠোপথে নিশি রাতে নীরবতা সাথী,
মিটিমিটি তারা যেনো আকাশের বাতি।

নীরবতা খুঁজে মন তাতে নেই ভুল,
হৃদয়ের কোল জুড়ে তারকার দোল।
লক্ষ তারার পিছু হৃদয়টা ছুটে,
মহাশূন্যে এ মন দোলনায় উঠে।

বারবার মন যায় আকাশের গায়,
চনমনে ভাব ঘিরে তারা হতে চায়।
অন্তরে ভেসে উঠে তারকার ডালি,
ভাবনায় মন জুড়ে উঠে করতালি।

আনন্দে মিশে যাই তারকার দলে,
খুশির ফোয়ারা উঠে সেই কোলাহলে।
মনে উঠা সব সুখ ছুঁয়ে দেখা যায়,
মেঠো সুর বেজে উঠে ঘোর ভাবনায়।

রাত বেড়ে যত বেশি নিঝুমতা আসে,
মিটিমিটি তারাগুলো বড় হয়ে ভাসে।
উজ্জ্বল তারকায় আলোকিত মাঠ,
চাঁদহীন রাত জুড়ে তারকার হাট।