তেইশ তুমি কাছে এসো মন প্রাণ ভরে,
ভাগ্যলক্ষী সাথে নিয়ে এসো তুমি ঘরে।
রাত শেষে প্রাতে যেনো মুখে হাসি ফুটে,
মন্দ ছেড়ে ভালো কাজে মন প্রাণ ছুটে।


অতীতের যতো গ্লানি সব ভুলে যাই,
সব কাজে ভালো কিছু যেনো দেখা পাই।
বাইশের প্রাপ্যতায় যতটুকুই পেলাম,
বিদায় জানিয়ে দিলাম তোমাকে সালাম।


নতুনে সালাম দিলাম চরণে তোমার,
সৎ গতি হয় যেনো ভুবনে আমার।
ভক্তি শ্রদ্ধা যতো আছে সব তুমি নাও,
মরু পথ সরু করে মন ভরে দাও।


নতুন বছর হয় যেনো প্রীতি শোভাময়,
মানবতা কাজে থাক সাথে পরিচয়।
আর্ত-মানবতার তরে শ্রম ব্যয় করে,
কাজ করে নাহি লাজ যেনো মনে ধরে।


চোখ খুলে যেনে দেখি শত ফুল পাখি,
ঘাম ঝরা শ্রমটুকু পর স্বার্থে রাখি।
আচরণ ভালো হলে শত লোকে ডাকে,
দিল খোলা মন প্রাণ যেনো চালু থাকে।


সৎসংগে ভালো কাজে থাক প্রেম প্রীতি,
সুস্থ সমাজ গড়ে তুলি মেনে রীতিনীতি।
ভিশন মিশনে গড়ি সব কারিকুরি,
নতুনের হাত ধরে সুস্থ সমাজ গড়ি।