চিরল চিরল পাতা গাছের, লাঠির মতো ফল,
খোসা ফেলে হাতে নিলেই, জিভে আসে জল।
পাতা তিতা তেঁতুল তিতা, তেঁতুল বড় টক,
তবুও কেনো সকল লোকের, তেঁতুল খাওয়ার শখ?
কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, অনেক  তেঁতুল গাছে,
চিকন ডালে তেঁতুল দেখে, খুকুমণিরাও নাচে ।
পাকা ফলের তেঁতুল আচার, প্রিয় সবার কাছে,
স্কুলের গেটে সারি সারি, দোকান বসে আছে ।
প্যাকেট করে তেঁতুল আচার, স্কুলে কিংবা বীচে,
একটা করে সবাই নেয়, শত প্যাকেট বেচে ।
কোম্পানী জাত তেঁতুল আচার, সব দোকানেই থাকে,
সবার প্রিয় তেঁতুল আচার, মুদিওয়ালাও রাখে ।
তেঁতুলের অনেক ঔষধি গুণ, রোগ বালাইও সারে
অরুচি আর খিদে মন্দায়, রুচি খিদেও বাড়ে ।
হাড় মজবুত করে তেঁতুল, ত্বকের ক্ষত  সারে,
শক্ত করে দাঁতের গোড়া, দাঁত মজবুত করে ।
খনিজ লবণ ক্যালসিয়াম আর, ভিটামিন এ ভরপুর,
চোখ ওঠা আর রাতকানা রোগ, সহজেই করে দূর।
এতো গুণ তেঁতুল ফলের, তবে কেনো তিতা ?
তার যে আছে শত গুণ, তিতাই আসল মিতা ।